রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসের মুকুটে নতুন পালক

রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসের মুকুটে নতুন পালক। এশিয়ার বৃহত্তম ওপেন বিল স্টর্ক কলোনির স্বীকৃতি পেল কুলিক। আগেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস হিসেবে স্বীকৃতি পেয়েছে এই পক্ষীনিবাস।

Updated By: Mar 12, 2016, 06:19 PM IST
রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসের মুকুটে নতুন পালক

ওয়েব ডেস্ক: রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসের মুকুটে নতুন পালক। এশিয়ার বৃহত্তম ওপেন বিল স্টর্ক কলোনির স্বীকৃতি পেল কুলিক। আগেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস হিসেবে স্বীকৃতি পেয়েছে এই পক্ষীনিবাস।

কুলিক পক্ষীনিবাসে পরিযায়ী পাখিদের আসা-যাওয়া শুরু হয় আজ থেকে ১২ বছর আগে। গত বছর কুলিকে এসেছিল প্রায় ৮০ হাজার পরিযায়ী পাখি। এর মধ্যে ওপেন বিল স্টর্কের সংখ্যা ছিল প্রায় ৪৭ হাজার। সেই তথ্যের ভিত্তিতেই এবার এশিয়ার বৃহত্তম ওপেন বিল স্টর্ক কলোনি হিসেবে কুলিক পক্ষীনিবাসকে স্বীকৃতি দিয়েছে লিমকা বুক অফ রেকর্ডস। এতদিন এই শিরোপা ছিল কম্বোডিয়ার।

.