ফেল করলে দাঁড়ানো যাবে না নির্বাচনে, থাকতে হবে ৭৫% উপস্থিতি, ছাত্র সেনেট তৈরি করতে নতুন নিয়ম শিবপুরে
ফেল করলে দাঁড়ানো যাবে না নির্বাচনে। শুধু তাই নয়, ক্লাসে উপস্থিতির হার হতে হবে ৭৫%। ছাত্র সেনেট তৈরির ক্ষেত্রে এমন নিয়মই বাধ্যতামূলক করছে শিবপুর বিশ্ববিদ্যালয়। প্রথাগত নির্বাচনের পথে না হেঁটে ছাত্র সংসদের বদলে ছাত্র সেনেট তৈরির সিদ্ধান্ত আগেই নিয়েছিল শিবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়মে রয়েছে, শিবপুরে যে কটি শাখায় ইঞ্জিনিটয়ারিং পড়ানো হয়, সেই প্রত্যেক শাখা থেকে ছাত্রদের নিয়ে তৈরি হবে অ্যাকাডেমিক সোসাইটি। এই অ্যাকাডেমিক সোসাইটি থেকে নির্বাচিত ছাত্রদের নিয়ে তৈরি হবে ত্রিস্তরীয় স্টুডেন্ট সেনেটের জেনারেল কাউন্সিল । কিন্তু যেকোনও ছাত্রই অ্যাকাডেমিক সোসাইটির নির্বাচনে দাঁড়াতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম বলছে
ফেল করলে দাঁড়ানো যাবে না নির্বাচনে। শুধু তাই নয়, ক্লাসে উপস্থিতির হার হতে হবে ৭৫%। ছাত্র সেনেট তৈরির ক্ষেত্রে এমন নিয়মই বাধ্যতামূলক করছে শিবপুর বিশ্ববিদ্যালয়। প্রথাগত নির্বাচনের পথে না হেঁটে ছাত্র সংসদের বদলে ছাত্র সেনেট তৈরির সিদ্ধান্ত আগেই নিয়েছিল শিবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়মে রয়েছে, শিবপুরে যে কটি শাখায় ইঞ্জিনিটয়ারিং পড়ানো হয়, সেই প্রত্যেক শাখা থেকে ছাত্রদের নিয়ে তৈরি হবে অ্যাকাডেমিক সোসাইটি। এই অ্যাকাডেমিক সোসাইটি থেকে নির্বাচিত ছাত্রদের নিয়ে তৈরি হবে ত্রিস্তরীয় স্টুডেন্ট সেনেটের জেনারেল কাউন্সিল । কিন্তু যেকোনও ছাত্রই অ্যাকাডেমিক সোসাইটির নির্বাচনে দাঁড়াতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম বলছে
নির্বাচনে দাঁড়াতে ইচ্ছুক ছাত্রের ক্লাসে উপস্থিতির হার শতকরা ৭৫% হতে হবে।
পরীক্ষায় ফেল করা ছাত্র কোনওভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না অ্যাকাডেমিক সোসাইটির পাশাপাশি বিভিন্ন স্পোর্টস, রিক্রিয়েশন ক্লাবের সদস্যরাও স্টুডেন্ট সেনেটের সদস্য হতে পারবেন। কিন্তু সেখান থেকেও যাঁরা নির্বাচনে দাঁড়াবেন তাঁদের ক্ষেত্রেও ক্লাসে উপস্থিতির হার ন্যূনতম ৭৫% হতে হবে।
যে ক্লাবের হয়ে ছাত্রটি প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁকে সেই ক্লাবের সক্রিয় সদস্য হতে হবে। যেমন কোনও ছাত্র যদি টেনিস ক্লাবের হয়ে নির্বাচনে দাঁড়ান তাহলে তাঁকে টেনিস খেলোয়াড় হতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইছে, কৃতী ছাত্রদের নিয়েই স্টুডেন্ট সেনেট তৈরি হোক। সেক্ষেত্রে পড়াশোনা না করে শুধু রাজনীতি করার জন্য যাতে কেউ সেনেটে না আসতে পারেন, সেজন্যই নিয়মের কড়াকড়ি বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।