তেহট্টের ঘটনায় তদন্ত শুরু জাতীয় মানবাধিকার কমিশনের
তেহট্টে গুলি চালানোর ঘটনায় মামলা চালু করল জাতীয় মানবাধিকার কমিশন। ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্য মানবাধিকার কমিশনকে নির্দিষ্ট নির্দেশিকাও পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। গত সপ্তাহেই সেই চিঠি এসে পৌঁছেছে রাজ্য মানবাধিকার কমিশনের কাছে।
তেহট্টে গুলি চালানোর ঘটনায় মামলা চালু করল জাতীয় মানবাধিকার কমিশন। ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্য মানবাধিকার কমিশনকে নির্দিষ্ট নির্দেশিকাও পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। গত সপ্তাহেই সেই চিঠি এসে পৌঁছেছে রাজ্য মানবাধিকার কমিশনের কাছে।
তেহট্টে গুলি চালানোর ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার তদন্তের সিদ্ধান্ত নিল জাতীয় মানবাধিকার কমিশন। স্বতঃপ্রণোদিত হয়েই ঘটনার তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইতিমধ্যেই রাজ্য কমিশনকেও সেকথা জানিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনার গুরুত্ব বিচার করে ঘটনার তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে কোন পথে তদন্ত এগোবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। সেক্ষেত্রে মূলত কমিশন নিজে তদন্ত করতে পারে অথবা রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করতে পারে। চলতি মাসের চোদ্দই নভেম্বর নদিয়ার তেহট্টে পুলিসের গুলিতে মৃত্যু হয় একজনের। গুলিবিদ্ধ হন আরও দুজন।