আন্দোলনে উত্তরবঙ্গ পরিবহন সংস্থার কর্মীরা

দুমাসের বেশি বেতন এবং পেনশন বন্ধ থাকায় এবারে আন্দোলনে নামলেন উত্তরবঙ্গ পরিবহন সংস্থার কর্মীরা। বৃহস্পতিবার অবিলম্বে বেতন এবং পেনশন চালুর দাবিতে বালুরঘাট বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখান তাঁরা।

Updated By: Dec 2, 2011, 10:47 AM IST

দুমাসের বেশি বেতন এবং পেনশন বন্ধ থাকায় এবারে আন্দোলনে নামলেন উত্তরবঙ্গ পরিবহন সংস্থার কর্মীরা। বৃহস্পতিবার অবিলম্বে বেতন এবং পেনশন চালুর দাবিতে বালুরঘাট বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীরা ডিপো আধিকারিককে কাজে যোগ দিতেও বাধা দেন। অবিলম্বে তাদের দাবি মানা না হলে সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন কর্মীরা। সেপ্টেম্বর মাসের পর থেকেই আর বেতন পাননি উত্তরবঙ্গ পরিবহন সংস্থা বা এনবিএসটিসির বালুরঘাট ডিপোর একশো সত্তর জন কর্মী। একই অবস্থা সংস্থার একশো ষাট জন পেনশনভোগীর। বকেয়া মিটিয়ে নিয়মিত বেতন এবং পেনশন চালুর দাবিতে বৃহস্পতিবার বালুঘাট বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। ডিপো আধিকারিককে কাজে যোগ দিতে বাধা দেন আন্দোলনকারীরা। তবে কর্মীদের দাবি নিয়ে উর্দ্ধতর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান ডিপো আধিকারিক। সরকারি হিসেব অনুযায়ী এনবিএসটিসির বালুরঘাট ডিপোটি লোকসানে চলে। এই এলাকার গুরুত্বপূর্ণ এই সড়ক পরিবহন সংস্থার লোকসানের টাকা এতদিন সরকারই বহন করে আসছিল। কিন্তু নতুন সরকার সেই দায়িত্ব নিতে অস্বীকার করায় এখন সঙ্কটে সংস্থার কর্মীরা। সরকারের তরফে অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে এবারে তাই পরিষেবা বন্ধের হুমকি দিয়েছেন আন্দোলনে নামা কর্মীরা।
 

.