হুগলিতেও বিভাজনের রাজনীতি

মুখ্যমন্ত্রীর হুগলি জেলা সফরেও ফের উঠল বিভাজনের রাজনীতির অভিযোগ। এর আগে মুখ্যমন্ত্রীর প্রতিটি জেলা সফরেই ডাক পাননি বাম পরিচালিত জেলা পরিষদের সভাধিপতিরা। এবারও সেই ঘটনাই ঘটল।

Updated By: Dec 2, 2011, 09:40 AM IST

মুখ্যমন্ত্রীর হুগলি জেলা সফরেও ফের উঠল বিভাজনের রাজনীতির অভিযোগ। এর আগে মুখ্যমন্ত্রীর প্রতিটি জেলা সফরেই ডাক পাননি বাম পরিচালিত জেলা পরিষদের সভাধিপতিরা। এবারও সেই ঘটনাই ঘটল। জেলা সফরে আজ হুগলিতে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডানকুনি কোল কমপ্লেক্সের গেস্ট হাউসে বৈঠকে বসেছেন তিনি। তবে সেই প্রশাসনিক বৈঠকেও আমন্ত্রণ পাননি  বাম পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি প্রদীপ সাহা । মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলা সফরে রয়েছেন পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, সাবিত্রী মিত্র, উপেন বিশ্বাস, সৌমেন মহাপাত্র সহ কয়েকজন মন্ত্রী।

.