পুলিসি হস্তক্ষেপে ৮১ বছরের বৃদ্ধা মায়ের ভরণপোষণে রাজি ছেলে-মেয়েরা
চব্বিশ ঘণ্টার খবরের জের। অবশেষে মাথার ওপর ছাদ ফিরে পেলেন বেলিয়াতোড়ের বৃদ্ধা পদ্মাবতী নাগ। পুলিসি হস্তক্ষেপে মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে রাজি হলেন তাঁর ছেলে প্রদ্যুত এবং মেয়ে চন্দনা। প্রদ্যুত নাগের বাড়িতে মা পদ্মাবতীকে পৌছে দেয় পুলিস।
ওয়েব ডেস্ক: চব্বিশ ঘণ্টার খবরের জের। অবশেষে মাথার ওপর ছাদ ফিরে পেলেন বেলিয়াতোড়ের বৃদ্ধা পদ্মাবতী নাগ। পুলিসি হস্তক্ষেপে মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে রাজি হলেন তাঁর ছেলে প্রদ্যুত এবং মেয়ে চন্দনা। প্রদ্যুত নাগের বাড়িতে মা পদ্মাবতীকে পৌছে দেয় পুলিস।
আর তারপর ভাগের মায়ের স্থান হয় পথের ধারে। প্রতিবেশীদের অনুগ্রহেই দিন কাটতে থাকে তার। শনিবার এ খবরই সম্প্রচার হয় চব্বিশ ঘণ্টায়। তারপরই পদ্মাবতী নাগের ছেলে মেয়েদের ডেকে পাঠায় বেলিয়াতোড় থানা। শেষ পর্যন্ত মাকে ফিরিয়ে নিতে রাজি হয় ছেলে প্রদ্যোত্ নাগ। বাড়ি ফিরে খুশি বৃদ্ধা মা।
খুশি নাগ পরিবারের প্রতিবেশী-পরিজনেরাও।
প্রশ্ন তবে একটা রয়েই গেল। সুপ্রতিষ্ঠিত বাকি ছেলেরা কেন বৃদ্ধা মায়ের প্রতি তাঁদের দায়িত্ব পালন করল না?