বারাসাতে ধর্ষণ, গ্রেফতার ১
দিল্লির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। এবার এরাজ্যের বারাসতে। গতকাল রাতে এলাকার একটি ইটভাটা সংলগ্ন পুকুরের ঝোপ থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বেধড়ক মারধর করা হয় মহিলার স্বামীকেও। তাঁর মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতার ছেলের। আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন মহিলার স্বামী। অভিযুক্তরা ইটভাঁটার শ্রমিক বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তদন্তে নেমে বারাসত ও তার লাগোয় এলাকায় রাতভর তল্লাসি চালায় পুলিস। এপর্যন্ত ওই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিস। এ ছাড়াও ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
দিল্লির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। এবার এরাজ্যের বারাসতে। গতকাল রাতে এলাকার একটি ইটভাটা সংলগ্ন পুকুরের ঝোপ থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বেধড়ক মারধর করা হয় মহিলার স্বামীকেও। তাঁর মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতার ছেলের। আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন মহিলার স্বামী। অভিযুক্তরা ইটভাঁটার শ্রমিক বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তদন্তে নেমে বারাসত ও তার লাগোয় এলাকায় রাতভর তল্লাসি চালায় পুলিস। এপর্যন্ত ওই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিস। এ ছাড়াও ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বারাসত কাণ্ডের প্রতিক্রিয়ায় পুলিসি নিষ্কৃয়তার অভিযোগ তুললেন সিপিআইএম নেতা অমিতাভ নন্দী। তিনি বলেন, "বারাসতে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষা করতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ।"