সোনারপুর ছিনতাইকাণ্ডে আটক ১
সোনারপুরে ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করল পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিস সূত্রের খবর, ছিনতাইবাজদের দলটিকে চিহ্নিত করা গেছে। তাদের খোঁজে চলছে তল্লাশি।
সোনারপুরে ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করল পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিস সূত্রের খবর, ছিনতাইবাজদের দলটিকে চিহ্নিত করা গেছে। তাদের খোঁজে চলছে তল্লাশি।
গতকাল সোনারপুরের বদ্যিমোড়ে ছিনতাইয়ে বাধা দেওয়ায় গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে আহত হন স্থানীয় বাসিন্দা ঝরনা নস্কর। তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। গতকাল সকাল ১০টা নাগাদ, ওই তিন ছিনতাইবাজ জনবহুল বদ্যিমোড়ে এক মহিলার ওপর চড়াও হয়। সেইসময়, ঝরনা নষ্করের স্বামী হিরণ্ময় নষ্কর বাধা দিতে গেলে তাঁর ওপর আক্রমন চালায় দুষ্কৃতীরা। ঘটনার আকস্মিকতা কাটিয়ে ছুটে আসেন পথচলতি মানুষ জন। তাঁদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় দুষ্কৃতীদের। এরপরই দুষ্কৃতীরা গুলি চালায়। গুলি লাগে ঝরনা নস্করের ডান পায়ের হাঁটুর ওপরে। তিনি মাটিতে লুটি পড়তেই গুলি চালাতে চালাতে চম্পট দেয় দুষ্কৃতীরা।