পুকুর ভরাটের প্রতিবাদ করায় মার খেলেন পঞ্চায়েত উপপ্রধান

মালদার এক পঞ্চায়েত উপপ্রধানকে মারধর করল দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুলালচন্দ্র চাকী নামে সমাজবাদী পার্টির ওই উপপ্রধানের বাড়ি, দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুরাতন মালদা থানার মুচিয়াগ্রামে বেশ কয়েকদিন ধরেই পুকুর ভরাটকে ঘিরে উত্তেজনা ছিল।

Updated By: Apr 10, 2012, 06:51 PM IST

মালদার এক পঞ্চায়েত উপপ্রধানকে মারধর করল দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুলালচন্দ্র চাকী নামে সমাজবাদী পার্টির ওই উপপ্রধানের বাড়ি, দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুরাতন মালদা থানার মুচিয়াগ্রামে বেশ কয়েকদিন ধরেই পুকুর ভরাটকে ঘিরে উত্তেজনা ছিল।
পুকুর ভরাটের বিরুদ্ধে পুলিসকে জানিয়েও কোনও কাজ না হওয়ায় আদালতে যান দুলালবাবু। এরপরই এলাকার কয়েকজন কংগ্রেস সমর্থককে গ্রেফতার করে পুলিস। সোমবার জামিনে ছাড়া পেয়ে তারাই মঙ্গলবার দুলালবাবু এবং তাঁর পরিবারের ওপর হামলা চালিয়েছে বলে এলাকার মানুষের অভিযোগ। বেধড়ক মারধরে আহত দুলালচন্দ্র চাকী এবং তাঁর স্ত্রীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.