ভোটের মুখে কমিশনের চাপে শুরু ধরপাকড়

ভোটের মুখে কমিশনের চাপে শুরু ধরপাকড়।  কেতুগ্রামে জোড়া খুনে গ্রেফতার এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জাহের শেখ ও পূর্ত কর্মাধক্ষ্য জাহাঙ্গির শেখ সহ মোট চার জন। রায়নায় রেশন বিক্ষোভে সিপিএম কর্মী খুনে গ্রেফতার তৃণমূল নেতা শেখ ইসমাইল। দু হাজার পনেরো সালের ছাব্বিশে জানুয়ারি কেতুগ্রাম এক নম্বর ব্লকের পেরুগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাদশা শেখ খুন হন। ওই বছরই বাইশে এপ্রিল খুন হন তৃণমূল কর্মী আপেল শেখ।  দুটি খুনের ঘটনায় মোট চুয়াল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে জামিন পান উনত্রিশ জন। রায়নার সিপিএম কর্মী স্বপন মালিককে বোমা মেরে খুনেও মূল অভিযুক্তকে প্রশাসন ছাড় দিচ্ছে বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা।

Updated By: Mar 12, 2016, 10:05 PM IST
ভোটের মুখে কমিশনের চাপে শুরু ধরপাকড়

ওয়েব ডেস্ক: ভোটের মুখে কমিশনের চাপে শুরু ধরপাকড়।  কেতুগ্রামে জোড়া খুনে গ্রেফতার এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জাহের শেখ ও পূর্ত কর্মাধক্ষ্য জাহাঙ্গির শেখ সহ মোট চার জন। রায়নায় রেশন বিক্ষোভে সিপিএম কর্মী খুনে গ্রেফতার তৃণমূল নেতা শেখ ইসমাইল। দু হাজার পনেরো সালের ছাব্বিশে জানুয়ারি কেতুগ্রাম এক নম্বর ব্লকের পেরুগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাদশা শেখ খুন হন। ওই বছরই বাইশে এপ্রিল খুন হন তৃণমূল কর্মী আপেল শেখ।  দুটি খুনের ঘটনায় মোট চুয়াল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে জামিন পান উনত্রিশ জন। রায়নার সিপিএম কর্মী স্বপন মালিককে বোমা মেরে খুনেও মূল অভিযুক্তকে প্রশাসন ছাড় দিচ্ছে বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা।

.