মালবাজারে শ্লীলতাহানির পর পুলিশকে মেরে পালাল দুষ্কৃতিরা

মালবাজারের ওদলাবাড়ি বাজারে আক্রান্ত পুলিস। রবিবার দোকান ভাঙচুর এবং শ্লীলতাহানির ঘটনায় ধৃত দু'জনকে পুলিস ফাঁড়িতে নিয়ে যাচ্ছিলেন দুই ট্রাফিক পুলিসকর্মী। সেইসময় তাঁদের মারধর করে, সঙ্গীকে ছাড়িয়ে নিয়ে যায় এক অভিযুক্ত।

Updated By: Jul 18, 2016, 09:49 AM IST
মালবাজারে শ্লীলতাহানির পর পুলিশকে মেরে পালাল দুষ্কৃতিরা
ছবিটি প্রতীকী।

ওয়েব ডেস্ক: মালবাজারের ওদলাবাড়ি বাজারে আক্রান্ত পুলিস। রবিবার দোকান ভাঙচুর এবং শ্লীলতাহানির ঘটনায় ধৃত দু'জনকে পুলিস ফাঁড়িতে নিয়ে যাচ্ছিলেন দুই ট্রাফিক পুলিসকর্মী। সেইসময় তাঁদের মারধর করে, সঙ্গীকে ছাড়িয়ে নিয়ে যায় এক অভিযুক্ত।

মালবাজারের ওদলাবাড়িতে পুলিসকে মারধর করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে চম্পট দিল আরেক দুষ্কৃতী। ঘটনার সূত্রপাত ওদলাবাড়ি বাজারের এক মিষ্টির দোকানে। ওই দোকানে খাবার খাচ্ছিলেন এক তরুণী। আচমকা দোকানে ঢুকে তাঁকে উত্যক্ত করতে শুরু করে চার মদ্যপ যুবক। প্রতিবাদ করায় তরুণীর সঙ্গী এক যুবককে বেধরক মারধর করে দুষ্কৃতীরা। মারধর করা হয় তরুণীকেও। বাধা দিতে এগিয়ে আসেন দোকানের মালিক। এতে ক্ষিপ্ত হয়ে দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। দোকানের কর্মচারীরা দুই মদ্যপ যুবককে ধরে ফেলে পুলিসে খবর দেন। পুলিস এক দুষ্কৃতীকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময়, পুলিসকে মারধর করে ধৃত দুষ্কৃতীকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয় অন্য দুষ্কৃতীরা।

স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর অভিযোগে স্বামীকে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিস

পরে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। বাকি তিন জনের খোজে তল্লাশি চালাচ্ছে পুলিস। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

.