পুলিসই বেধড়ক পেটাল পুলিসকে
পুলিসই বেধড়ক পেটাল পুলিসকে। মালদায় এসপি অফিসে বিক্ষোভ দেখাতে আজ জড়ো হন সিভিক ভলেন্টিয়াররা। তাদের ওপরই দফায় দফায় লাঠি চালায় পুলিস। চার মহিলাসহ জখম বেশ কয়েকজন সিভিক পুলিস।
![পুলিসই বেধড়ক পেটাল পুলিসকে পুলিসই বেধড়ক পেটাল পুলিসকে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/09/14/42680-pol.jpg)
ওয়েব ডেস্ক: পুলিসই বেধড়ক পেটাল পুলিসকে। মালদায় এসপি অফিসে বিক্ষোভ দেখাতে আজ জড়ো হন সিভিক ভলেন্টিয়াররা। তাদের ওপরই দফায় দফায় লাঠি চালায় পুলিস। চার মহিলাসহ জখম বেশ কয়েকজন সিভিক পুলিস।
দেখে কে বলবে এঁরাও পুলিস! এই সিভিক পুলিসকর্মীদের ওপরই সোমবার মালদায় বেপরোয়া লাঠি চালায় পুলিস। একবার নয়, পরপর তিনবার।
কিন্তু কেন আন্দোলনে সিভিক ভলেন্টিয়াররা?
রাজ্যের সব জেলায় নির্দিষ্ট একটি তালিকার ভিত্তিতে কাজ পান সিভিক পুলিসকর্মীরা। কিন্তু মালদায় ছবিটা অন্যরকম। সৌজন্যে জেলার দুই হেভিওয়েট মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং সাবিত্রী মিত্র।
সিভিক পুলিস বিতর্ক
-----------
দুই মন্ত্রীর পছন্দের দুটি তালিকা। সেই তালিকা অনুযায়ী দফায় দফায় কাজ পান সিভিক পুলিসকর্মীরা। ফলে সিভিক পুলিসকর্মীরা সকলেই গড়ে ছমাস বেকার। বেতন পাওয়ার ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ। কাজ না করেও ওপরমহলের ঘনিষ্ঠতার সুবাদে বহু সিভিক পুলিসকর্মী বেশি বেতন পাচ্ছেন বলে অভিযোগ।
আবার কাজ করেও অনেকে নিয়মিত বেতনে বঞ্চিত বলে অভিযোগ। এসবের প্রতিকার চেয়েই সোমবার আন্দোলনের ডাক দেন সিভিক পুলিস কর্মীরা।
আইটিআই কলেজের সামনে থেকে মিছিল করে এসপি অফিসে যাওয়ার জন্য এদিন সকালে জড়ো হন সিভিক পুলিসকর্মীরা। সেখানেই লাঠি চালায় পুলিস। ছত্রভঙ্গ হয়ে পড়েন সিভিক পুলিসকর্মীরা।
জাতীয় সড়ক অবরোধ করতে গেলে ফের লাঠি হাতে রুখে দাঁড়ায় পুলিস। একদল সিভিক পুলিসকর্মী এসপিঅফিসের সামনে পৌছে গিয়েছিলেন। পুলিসের টার্গেট হন তাঁরাও। বেলা বাড়াতেই বাড়তে থাকে জখমদের ভিড় বাড়তে থাকে মালদা হাসপাতালে।
খাতয়-কলমে পুলিসকর্মীদেরই ওপর বেপরোয়া এই লাঠিচালনায় অবশ্য কোনও অন্যায় দেখছেন না মালদার পুলিসসুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়।
এসপি-র বক্তব্য
----------
একদল যুবকের জমায়েত ও অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষার জন্যই নেমেছিল পুলিস। ইটবৃষ্টি শুরু হওয়ায় পাল্টা লাঠি চালায় পুলিস। জাতীয় সড়ক অবরোধমুক্ত করতেও পুলিসকে অ্যাকশন নিতে হয়।