জনতা-পুলিস সংঘর্ষে রণক্ষেত্র জলপাইগুড়ি

জনতা পুলিস সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার বড়বাড়ি গ্রাম। ভাঙচুর করা হল পুলিসের জিপ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সিকিউরিটি এজেন্সির একটি গাড়ি। পুলিসকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ঘটনায় আহত হয়েছেন দু তরফের ১২ জন।

Updated By: Jan 14, 2014, 02:44 PM IST

জনতা পুলিস সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার বড়বাড়ি গ্রাম। ভাঙচুর করা হল পুলিসের জিপ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সিকিউরিটি এজেন্সির একটি গাড়ি। পুলিসকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ঘটনায় আহত হয়েছেন দু তরফের ১২ জন।

গ্রেফতার করা হয়েছে চারজনকে । দীর্ঘদিন ধরেই ওই গ্রামে টাওয়ারের কাজ চলছিল। সেই কারণে সিকিউরিটি এজেন্সি থেকে নিরাপত্তী রক্ষী মোতায়েন করা হয়। অভিযোগ, গতকাল রাতে গরুচোর সন্দেহে ওই নিরাপত্তারক্ষীদের ওপর চড়াও হন গ্রামবাসীরা।

ওই নিরাপত্তারক্ষীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।খবর পেয়ে ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিস। পরে পুলিসের ওপরও চড়াও হন উত্তেজিত জনতা। আহতদের ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজনকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Tags:
.