কড়েয়ায় ব্যবসায়ীকে রাস্তায় বসিয়ে ৩টি গুলি করা হয়েছিল বলে অনুমান পুলিসের

Updated By: May 14, 2015, 11:13 PM IST

কড়েয়ায় ভিন রাজ্যের ব্যবসায়ী খুনের ঘটনায় পুলিসের হাতে এল নয়া তথ্য। মারাঠি ব্যবসায়ীকে রাস্তার ধারে বসিয়ে খুব কাছ থেকে তিনটি গুলি করা হয় বলে অনুমান। নিহতের মাথায় এবং বুকের ডান ও বাদিকে

তিনটি বুলেট পাওয়া গেছে। ঘটনাস্থলে মিলেছে বুলেটের দুটি খোল।

নিহত শৈলেশ সিন্ধে মদ্যপ অবস্থায় ছিলেন বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। মহারাষ্ট্রের থানেতে শৈলেশের মিনারেল ওয়াটারের ব্যবসা। ব্যবসায়ীক শত্রুতার জেরে এই খুন বলে পুলিসের অনুমান। তদন্তে

মহারাষ্ট্র পুলিসের সঙ্গেও যোগাযোগ রাখছেন লালবাজারের গোয়েন্দারা। ব্রাইট স্ট্রিটের জিঙ্গল ইন হোটেল। মঙ্গলবার এখানেই ওঠেন মহারাষ্ট্রের থানের বাসিন্দা শৈলেশ শিন্ডে। বুধবার বিকেলে হোটেলে শৈলেশের সঙ্গে

দেখা করতে আসেন দুজন।

রাত দশটার পর হোটেলের বাইরে  যান শৈলেশ ।  এরপর আর ফেরেননি। ভোর সাড়ে চারটে নাগাদ শৈলেশকে খুঁজতে বেরিয়ে উধাও হয়ে যান  বুধবার আসা দুই আগন্তুক।  এর পরেই বৃহস্পতিবার সকালে কড়েয়ার

মিঞাজান ওস্তাগর লেনে উদ্ধার হয় শৈলেশ শিণ্ডের দেহ। দেহে  তিন তিনটে বুলেটের আঘাত। তদন্তে নেমে হোটেলের রেজিস্টার ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে পুলিস । খতিয়ে দেখা হচ্ছে  সিসিটিভি ফুটেজ।  

জিজ্ঞাসাবাদ করা হয়েছে হোটেলের চার কর্মীকে। হোটেল থেকে উদ্ধার হয়েছে মৃতের আধার কার্ড ও জিনিস পত্র। এর পাশাপাশি  হোটেলের ঘর থেকে মিলেছে তিনটি  মদের গ্লাসও।

বুধবার কারা এসেছিলেন শিণ্ডের ঘরে?  কেনই বা উধাও হয়ে গেলেন তাঁরা? ব্যবসায়ী খুনের রহস্য সমাধানে এখন এই বিষয়টিই স্পষ্ট করতে চাইছেন গোয়েন্দারা।

 

.