মুর্শিদাবাদের বেলডাঙায় ছাত্র বিক্ষোভ সামলাতে এসে আক্রান্ত পুলিস

ফের আক্রান্ত পুলিস। মুর্শিদাবাদের বেলডাঙায় ছাত্র বিক্ষোভ সামলাতে এসে আক্রান্ত হল পুলিস। পুলিসের গাড়ি ভাঙচুর করে পড়ুয়ারা। বেলডাঙার কাজিশা হাই মাদ্রাসাকে মাধ্যমিক থেকে উচ্চামাধ্যমিকে উন্নীত করার দাবিতে বিক্ষোভ আন্দোলন করছিল ছাত্ররা। অবস্থা সামলাতে এসে বিক্ষোভের মুখে পড়ে পুলিস। ভাঙচুর হয় পুলিসের গাড়ি।

Updated By: Feb 20, 2017, 04:54 PM IST
মুর্শিদাবাদের বেলডাঙায় ছাত্র বিক্ষোভ সামলাতে এসে আক্রান্ত পুলিস
প্রতীকী ছবি

ওয়েব ডেস্ক: ফের আক্রান্ত পুলিস। মুর্শিদাবাদের বেলডাঙায় ছাত্র বিক্ষোভ সামলাতে এসে আক্রান্ত হল পুলিস। পুলিসের গাড়ি ভাঙচুর করে পড়ুয়ারা। বেলডাঙার কাজিশা হাই মাদ্রাসাকে মাধ্যমিক থেকে উচ্চামাধ্যমিকে উন্নীত করার দাবিতে বিক্ষোভ আন্দোলন করছিল ছাত্ররা। অবস্থা সামলাতে এসে বিক্ষোভের মুখে পড়ে পুলিস। ভাঙচুর হয় পুলিসের গাড়ি।

এদিকে, জলপাইগুড়িতে শিশু বিক্রি কাণ্ডে নাম জড়িয়েছে বিজেপি নেত্রীর। রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদক জুহি চৌধুরীর খোঁজে শুরু হয়েছে তল্লাসি। শিশুপাচারে তাঁর সরাসরি ভূমিকা রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। তদন্তকারীদের আশা, জুহিকে জেরা করে আরও বড় মাথার খোঁজ মিলবে। (আরও পড়ুন- আফগানিস্তানে 'সার্জিক্যাল স্ট্রাইক' পাকিস্তানের)

.