লোকশিল্পেও আমরা-ওরা

লোকশিল্পীদের পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে এবার দলতন্ত্রের অভিযোগ তুলল লোকশিল্পীদের সংগঠন আদিবাসী লোকশিল্প সংঘ। অভিযোগ, আগে যে সব লোকশিল্পীদের পরিয়চপত্র দেওয়া হয়েছিল, বিজ্ঞপ্তি জারি করে সেগুলিকে বাতিল করেছে বর্তমান সরকার। রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তি ঘিরেই বিতর্ক দেখা দিয়েছে।

Updated By: Oct 5, 2012, 03:46 PM IST

লোকশিল্পীদের পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে এবার দলতন্ত্রের অভিযোগ তুলল লোকশিল্পীদের সংগঠন আদিবাসী লোকশিল্প সংঘ। অভিযোগ, আগে যে সব লোকশিল্পীদের পরিয়চপত্র দেওয়া হয়েছিল, বিজ্ঞপ্তি জারি করে সেগুলিকে বাতিল করেছে বর্তমান সরকার। রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তি ঘিরেই বিতর্ক দেখা দিয়েছে।
রাজ্যের লোকশিল্পীদের পরিচয়পত্র প্রদানের দাবি মেনে ২০১০ সাল থেকে শুরু হয়েছিল পরিচয়পত্র প্রদানের কাজ। রাজ্য জুড়ে কয়েক হাজার শিল্পীর হাতে তা তুলে দেওয়া হয় সেই পরিচয়পত্র। এখনও কয়েকহাজার আবেদন সরকারের কাছে ফাইলবন্দী। সম্প্রতি রাজ্য সরকার এক বিজ্ঞপ্তি জারি করে সেই আবেদনপত্রগুলি বাতিল করেছে। এর জেরে শুরু হয়েছে বিতর্ক।
  
বিগত সরকারের আমলে একটি কমিটি গঠন করে তাঁর সুপারিশ মতো পরিচয়পত্র প্রদানের কাজ শুরু হয়েছিল। সেখানে বহু বিশিষ্ট লোকশিল্পীকে স্বীকৃতি দেওয়া হয়। সরকারের নতুন বিজ্ঞপ্তিতে অসম্মানিত বোধ করছেন তাঁরা।
 

.