ভোট মিটতেই বিরোধী দলের ওপর আক্রমণের অভিযোগ পূর্ব মেদিনীপুরে

ভোট মিটতেই বিরোধী দলের কর্মীদের ওপর একের পর এক আক্রমণের অভিযোগ পূর্ব মেদিনীপুরে। সব ক্ষেত্রেই শাসকদলের দিকে আঙুল তুলছেন বিরোধীরা। রামনগরের বকশিসপুরের দুশো এগারো নম্বর বুথে সিপিএমের পোলিং এজেন্ট ইন্দ্রনীল গুছাইতকে মারধর করা হয়। তাঁকে বালিসাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Updated By: May 6, 2016, 04:19 PM IST
ভোট মিটতেই বিরোধী দলের ওপর আক্রমণের অভিযোগ পূর্ব মেদিনীপুরে

ওয়েব ডেস্ক: ভোট মিটতেই বিরোধী দলের কর্মীদের ওপর একের পর এক আক্রমণের অভিযোগ পূর্ব মেদিনীপুরে। সব ক্ষেত্রেই শাসকদলের দিকে আঙুল তুলছেন বিরোধীরা। রামনগরের বকশিসপুরের দুশো এগারো নম্বর বুথে সিপিএমের পোলিং এজেন্ট ইন্দ্রনীল গুছাইতকে মারধর করা হয়। তাঁকে বালিসাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নার আড়তকেয়া গ্রামে শঙ্কর লাল নামে এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। তমলুক পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চঞ্চল খাঁড়ার বিরুদ্ধে দুশো আটান্ন নম্বর বুথে বাম প্রার্থীর পোলিং এজেন্ট বাদল মাইতিকে মারধরের অভিযোগ। থানায় এফআইআর দায়ের হয়েছে। যদিও কাঁথি দক্ষিণের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী সব অভিযোগ অস্বীকার করেছেন।

.