বাহিরিকাণ্ডে জমা পড়ল নিহতদের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট
বাহিরিকাণ্ডে জমা পড়ল নিহতদের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। বোলপুর পুলিসের কাছে খামবন্দি অবস্থায় এই রিপোর্ট দিয়েছে বোলপুর মহকুমা হাসপাতাল। রিপোর্টে উল্লেখ রয়েছে, কুরবান শেখের দুটি গুলি লেগেছিল। তাতেই মৃত্যু হয়েছে তাঁর।
Updated By: Oct 1, 2015, 09:35 AM IST
