আলুর দাম নিয়ন্ত্রণে আরও একটি নতুন কমিটি রাজ্যের, মুখ্যসচিব বললেন পরিস্থিতি মোটেও অ্যালার্মিং নয়

আলুর দাম নিয়ন্ত্রণে আরও একটি কমিটি গড়ল রাজ্য। সোমবার নবান্নে কৃষি সংক্রান্ত টাস্ক ফোর্সের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর মুখ্যসচিব জানান, আলু নিয়ে সঙ্কট অনেকটাই কেটেছে। তবে সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে এখনও কোনও ব্যবস্থা নেওযার পরিকল্পনা নেই সরকারের। আলু পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম।

Updated By: Nov 11, 2013, 09:11 PM IST

আলুর দাম নিয়ন্ত্রণে আরও একটি কমিটি গড়ল রাজ্য। সোমবার নবান্নে কৃষি সংক্রান্ত টাস্ক ফোর্সের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর মুখ্যসচিব জানান, আলু নিয়ে সঙ্কট অনেকটাই কেটেছে। তবে সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে এখনও কোনও ব্যবস্থা নেওযার পরিকল্পনা নেই সরকারের। আলু পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম।
গত ১৫ দিনে ক্রমাগত দামি হয়েছে ঢেঁড়শ, পল, ঝিঙে, টমোটোর মত সবজি। আলুর দাম কমাতে মুখ্যমন্ত্রী জ্যোতি আলুর দাম তেরো টাকা কিলোয় বেঁধে দিয়েছেন।  দম কমাতে সরকারি উদ্যোগে পেঁয়াজও বিক্রি করা হচ্ছে। অথচ সবজির দাম নিয়ে উদাসীন সরকার।
 
সবজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মাছ ও ডিমের দামও। চাহিদার তুলনায় যোগান কম, এই অজুহাতে মাছের দাম বাড়ানো হচ্ছে বলে দাবি মাছ ব্যবসায়ীদের। কিন্তু মাছ কিংবা ডিমের দাম যা বেড়েছে, তা উদ্বেগজনক নয় বলে মনে করছে রাজ্য।  
 
মুখ্যসচিব অবশ্য বলছেন, পরিস্থিতি মোটেও অ্যালার্মিং নয়। কৃত্রিমভাবে আলুর দাম বাড়ানোর জন্য দায়ী চার পাঁচজন ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

.