বিদ্যুত্‍ বিপর্যয় কাটিয়ে ছন্দে ফিরছে রাজ্য

বিদ্যুত্‍ বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজ্য। সকাল থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে পূর্ব রেল। লোকাল ট্রেনগুলি সময়মতোই ছাড়ছে। যদিও গতকাল বিদ্যুত্‍ বিভ্রাটে আটকে থাকার জেরে দূরপাল্লার অনেক ট্রেন এখনও দেরিতে চলছে।

Updated By: Aug 1, 2012, 02:43 PM IST

বিদ্যুত্‍ বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজ্য। সকাল থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে পূর্ব রেল। লোকাল ট্রেনগুলি সময়মতোই ছাড়ছে। যদিও গতকাল বিদ্যুত্‍ বিভ্রাটে আটকে থাকার জেরে দূরপাল্লার অনেক ট্রেন এখনও দেরিতে চলছে। হাওড়া ও শিয়ালদায় নির্দিষ্ট নির্ঘণ্ট মেনেই শুরু হয়েছে লোকাল ট্রেন চলাচল। বুধবার সকালে বিভিন্ন জেলা থেকেও পরিস্থিতির উন্নতির খবর মিলেছে।
মঙ্গলবার গ্রিড-বিভ্রাটের জেরে বিপর্যস্ত এটিএম পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে অগাস্ট মাসের প্রথম দিনটিতে অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। লাগাতার লোডশেডিংয়ের জেরে গতকাল অনেকে পরিবারকেই গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হয়। পরে ওই সব এলাকায় বিদ্যুত্‍ ফিরে আসায় স্বস্তি পান তাঁরা।
বুধবার দুপুর পর্যন্ত উত্তরাঞ্চল গ্রিডে ৩০ হাজার ৮১ মেগাওয়াট, পূর্বাঞ্চল গ্রিডে ২৫ হাজার মেগাওয়াট এবং পূর্বাঞ্চল গ্রিডে ১১ হাজার ৫২ মেগাওয়াট যোগান স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার এই ৩টি গ্রিড একসঙ্গে বিকল হয়ে যাওয়ায় দেশের মোট ২২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যুত্‍ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ে।

.