বাড়ির পুজোয় বাংলায় এলেন রাষ্ট্রপতি
রাইসিনা হিলস থেকে মিরাটি। রাষ্ট্রপতি হওয়ার পরও পুজোর ক-দিন বদলাচ্ছে না প্রণব মুখোপাধ্যায়ের বরাবরের রুটিন। গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নিতে আজ দুপুরে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি থেকে দমদম বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। তাঁকে স্বাগত জানান রাজ্যপাল এম কে নারায়ণন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাইসিনা হিলস থেকে মিরাটি। রাষ্ট্রপতি হওয়ার পরও পুজোর ক-দিন বদলাচ্ছে না প্রণব মুখোপাধ্যায়ের বরাবরের রুটিন। গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নিতে আজ দুপুরে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি থেকে দমদম বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। তাঁকে স্বাগত জানান রাজ্যপাল এম কে নারায়ণন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও তৃণমূল সাংসদ মুকুল রায়। বিমানবন্দরের সেরিমনিয়াল লাউঞ্জে প্রায় ৪৫ মিনিট রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি। এরপর, তাঁকে নিয়ে ৩ হেলিকপ্টারের কনভয় বীরভূমের কীর্ণাহারে পৌঁছয়। দশমী পর্যন্ত মিরাটির গ্রামের বাড়িতেই থাকবেন প্রণব মুখোপাধ্যায়।