উত্পাদন বন্ধ, কাঞ্চন ওয়েলমিলের শ্রমিকদের ভবিষ্যত্ অনিশ্চিত
অনিশ্চিত ভবিষ্যতের সামনে ঝাড়গ্রামের কাঞ্চন ওয়েলমিলের প্রায় ৩০০ শ্রমিক। অভিযোগ, গত ১০ এপ্রিল থেকে উত্পাদন বন্ধ করে দিয়েছে মিল কর্তৃপক্ষ। প্রতি ৩ বছর অন্তর চুক্তি নবীকরণ হয় ঝাড়গ্রামের কাঞ্চন ওয়েলমিলে। বেতন বৃদ্ধিসহ প্রায় সব বিষয় নিয়েই আলোচনা হয় চুক্তি নবিকরণের সময়।
অনিশ্চিত ভবিষ্যতের সামনে ঝাড়গ্রামের কাঞ্চন ওয়েলমিলের প্রায় ৩০০ শ্রমিক। অভিযোগ, গত ১০ এপ্রিল থেকে উত্পাদন বন্ধ করে দিয়েছে মিল কর্তৃপক্ষ। প্রতি ৩ বছর অন্তর চুক্তি নবীকরণ হয় ঝাড়গ্রামের কাঞ্চন ওয়েলমিলে। বেতন বৃদ্ধিসহ প্রায় সব বিষয় নিয়েই আলোচনা হয় চুক্তি নবিকরণের সময়। শ্রমিকদের অভিযোগ, ২০১০-এর পর থেকে আর চুক্তি নবীকরণ করেনি মালিকপক্ষ। ওই সময় জঙ্গলমহলের পরিস্থিতি অনুকুল না থাকায় প্রতিবাদ করেননি শ্রমিকরাও।
কিন্তু জঙ্গলমহলের পরিস্থিতি শান্ত হওয়ার পরও বেতনবৃদ্ধি-সহ কোনও বিষয় নিয়েই আর আলোচনায় বসতে চাইছে না মালিকপক্ষ। উল্টেক্রমশই কমিয়ে দিচ্ছিল উত্পাদন। ১০ এপ্রিল থেকে একেবারেই উত্পাদন বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। প্রতিবাদে পথে নেমেছে সিটু, আইএনটিটিইউসি, এআইটিইউসি-সহ সব শ্রমিক সংগঠন। প্রতিদিন নিয়ম করে কারখানার গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসছেন শ্রমিকরা। গেটের বাইরেই চলছে রান্না-খাওয়া। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে কারখানা কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে। কবে সমস্যা মিটবে, কবে ফের কারখানার সাইরেন শোনা যাবে, সেদিকেই এখন তাকিয়ে আতান্তরে পড়া ৩০০ শ্রমিক ও তাঁদের পরিবার।