'ছেলেধরা'দের দৌরাত্ম রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রৌঢ়

ফের আক্রান্ত প্রতিবাদী। মালদার রতুয়ার কাহালা গ্রামে গুলিবিদ্ধ প্রৌঢ়। আক্রান্তের নাম শেখ হেফাজত। তিনি স্থানীয় তৃণমূল কর্মী।

Updated By: Oct 4, 2015, 03:54 PM IST
'ছেলেধরা'দের দৌরাত্ম রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রৌঢ়

ওয়েব ডেস্ক: ফের আক্রান্ত প্রতিবাদী। মালদার রতুয়ার কাহালা গ্রামে গুলিবিদ্ধ প্রৌঢ়। আক্রান্তের নাম শেখ হেফাজত। তিনি স্থানীয় তৃণমূল কর্মী।

গতরাতে বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ওই প্রৌঢ়। বেশকিছুদিন ধরেই এলাকায় সক্রিয় অপহরণকারীদের চক্র। স্থানীয় বাচ্চাদের অপহরণ করে মুক্তিপণ চাইত দুষ্কৃতীরা। কিছুদিন আগে শেখ হেফাজতের ভাইপোকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিলে হুমকি দেওয়া হয় হেফাজতকে। অভিযোগ এরপরই বাড়িতে ঢুকে প্রৌঢ়ের ওপর হামলা চালায়  দুষ্কৃতীরা। রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে পুলিস। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

 

.