বন্ধ একশো দিনের কাজ, তাই কাজের খোঁজে ভীনরাজ্যে পাড়ি দিচ্ছেন পুরুলিয়া চাষিরা

Updated By: Nov 29, 2014, 09:58 AM IST
বন্ধ একশো দিনের কাজ, তাই কাজের খোঁজে ভীনরাজ্যে পাড়ি দিচ্ছেন পুরুলিয়া চাষিরা

ঘর আছে তবু ঘরছাড়া। কাজের খোঁজে শহরের পথে পা বাড়াচ্ছেন পুরুলিয়ার চাষিরা। বন্ধ একশ দিনের কাজ। বৃষ্টি কম হওয়ায় নষ্ট হয়েছে জমির ফসল। কাজের খোঁজে বউ, বাচ্চা নিয়ে ভীনরাজ্যেই পাড়ি দিতে বাধ্য হচ্ছেন অনেকেই। সন্ধ্যে নামলে কনকনে বাতাস।

ভোররাতে হিমেভেজা ধানজমি। এবার একটু আগেই ঢুকেছে ঠান্ডা। বৃষ্টি কম হওয়ায় রুখা জমিতে ফসলও ফলেনি সেভাবে। পঞ্চায়েতের থেকে একশ দিনের কাজের বরাতও কমেছে। চাষ আবাদ ছেড়ে রুটি রুজির খোঁজে  ভীনরাজ্যেই পাড়ি দিতে হচ্ছে পুরুলিয়ার বহু চাষিকে। এদের অনেকেরই গন্তব্য কলকাতা। কেউ বা কাজের খোঁজে পাড়ি দেবেন অন্য রাজ্যে।  হারিয়ে যাচ্ছে শৈশব। পেটের তাগিদে ইঁটভাটায় যোগ দিচ্ছেন অনেকে।

মুখ্যমন্ত্রী একশ দিনের কাজের একশ শতাংশ সাফল্য দাবি করেছেন। সেখবরও এসেও পৌছোয় না এদের কাছে। কপালের দোষ দিয়ে যাযাবর জীবনকেই ভবিতব্য  মেনে নিয়েছেন ওরা।

 

.