নির্বাচনী প্রচারে আজ রাজ্যে রাহুল, দেখা করবেন উড়ালপুল বিপর্যয়ে আহতদের সঙ্গেও
আজ ভোট-প্রচারে রাজ্যে আসছেন রাহুল গান্ধী। এর আগে সরাসরি নির্বাচনী জনসভা দিয়ে তাঁর অভিযান শুরুর কথা থাকলেও, উড়ালপুল বিপর্যয়ের জেরে বদলেছে সেই সফরসূচি। কলকাতায় পৌঁছেই তাঁর যাওয়ার কথা গিরীশ পার্কে। দুর্ঘটনাস্থল ঘুরে দেখবেন তিনি। এরপর আহতদের দেখতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবেন রাহুল। সেখান থেকে বেরিয়ে তিনি যাবেন RCTC হেলিপ্যাডে। এরপরই শুরু হবে জেলায় জেলায় তাঁর প্রচার-অভিযান কর্মসূচি।
কলকাতা : আজ ভোট-প্রচারে রাজ্যে আসছেন রাহুল গান্ধী। এর আগে সরাসরি নির্বাচনী জনসভা দিয়ে তাঁর অভিযান শুরুর কথা থাকলেও, উড়ালপুল বিপর্যয়ের জেরে বদলেছে সেই সফরসূচি। কলকাতায় পৌঁছেই তাঁর যাওয়ার কথা গিরীশ পার্কে। দুর্ঘটনাস্থল ঘুরে দেখবেন তিনি। এরপর আহতদের দেখতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবেন রাহুল। সেখান থেকে বেরিয়ে তিনি যাবেন RCTC হেলিপ্যাডে। এরপরই শুরু হবে জেলায় জেলায় তাঁর প্রচার-অভিযান কর্মসূচি।
রাজ্যে ভোট প্রচারে আজ কুলটি,বাঁকুড়া ও দুর্গাপুরে ৩টি নির্বাচনী জনসভা করবেন রাহুল গান্ধী। কলকাতার RCTC হেলিপ্যাড থেকে প্রথমে কুলটির উদ্দেশে রওনা হবেন রাহুল। সেখানে সভা শেষে রওনা দেবেন বাঁকুড়ার উদ্দেশে। বিষ্ণুপুর ও কোতুলপুরের প্রার্থীদের হয়ে সেখানে সভা করবেন কংগ্রেস সহ সভাপতি। এরপর তাঁর গন্তব্য দুর্গাপুর। সেখানে পৌঁছে জনসভা করার কথা রাহুল গান্ধীর। সভা শেষে কলকাতায় ফিরবেন তিনি। বিকেল ৫টা ১০-এর ফ্লাইটে দিল্লি ফিরে যাবেন কংগ্রেস সহ সভাপতি।