নারদ স্টিংয়ের প্রতিবাদে মিছিল
নারদ স্টিংয়ের প্রতিবাদে মিছিল। শহরের রাজপথে তৃণমূল। ভোটের আগেই প্রায় একডজন তৃণমূলের নেতা মন্ত্রী নারদ স্টিংয়ের জালে। নারদ তাপে উত্তপ্ত সংসদ।সিবিআইয়ের দাবিতে সুর চড়িয়েছেন বিরোধীরা। বৃহস্পতিবার সিবিআইতদন্তের বিরোধিতা করেছিলেন মহাসচিব।
ওয়েব ডেস্ক: নারদ স্টিংয়ের প্রতিবাদে মিছিল। শহরের রাজপথে তৃণমূল। ভোটের আগেই প্রায় একডজন তৃণমূলের নেতা মন্ত্রী নারদ স্টিংয়ের জালে। নারদ তাপে উত্তপ্ত সংসদ।সিবিআইয়ের দাবিতে সুর চড়িয়েছেন বিরোধীরা। বৃহস্পতিবার সিবিআইতদন্তের বিরোধিতা করেছিলেন মহাসচিব। শুক্রবার তৃণমূলের পাল্টা মিছিলে কিন্তু সেই মহাসচিবের গলাতেই অন্য সুর।
শাসকদলকে কোনঠাসা করতে বুধবার শহরে মিছিল করেছে বামেরা। বৃহস্পতিবার পাল্টা মিছিলে তারই জবাব দিল তৃণমূল।। গন্তব্য ছিল শিয়ালদা থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল।
মিছিল থেকে বিরোধীদের দুর্নীতি নিয়ে পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূলের মহাসচিব। ভোটের আগে নারদ কাণ্ড অস্বস্তি বাড়িয়েছে শাসকদলের। প্রশ্নের মুখে শাসকদলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা। সেকারণেই পাল্টা পথে নামছে তৃণমূল। এভাবে নারদকাণ্ডে মিছিল, পাল্টা মিছিলে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ভোটপ্রচার।