মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণের পর জ্বলন্ত বিড়ি দিয়ে পোড়ানো হল নির্যাতিতার হাত

Updated By: Nov 24, 2014, 11:55 AM IST
মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণের পর জ্বলন্ত বিড়ি দিয়ে পোড়ানো হল নির্যাতিতার হাত

মাথায় বন্দুক ঠেকিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল হুগলির মগরায়। অভিযোগ, রবিবার সন্ধেবেলা কাজে যাওয়ার পথে ওই মহিলাকে তুলে নিয়ে ধর্ষণ করে ৪ স্থানীয় যুবক। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মগরা থানার পুলিস। পেশায় হাসপাতালের আয়া। অন্যদিনের মতোই রবিবার রবিবারও নাইট ডিউটিতে বেড়িয়ে ছিলেন ওই মহিলা। তখনই হঠাত্ তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা।

পুলিসে জানালে ফল ভাল হবে না বলে হুমকি দেয় অভিযুক্তরা। জ্বলন্ত বিড়ি দিয়ে পুড়িয়ে দেওয়া হয় নির্যাতিতার হাত। চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ জানান নির্যাতিতা। সেখান থেকেই খবর দেওয়া হয় মগরা থানায়।  পুলিস ঘটনার তদন্ত করছে। চুঁচুড়া হাসপাতালে নির্যাতিতার চিকিত্সা চলছে।

 

.