বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে কিশোরীকে ধর্ষণ

বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। আবারও নারকীয় নির্যাতন। এবার ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার ভেকুডালে। অভিযোগ, সেই সময় ওই কিশোরীর বাড়িতে কেউ ছিল না। তারই সূযোগ নিয়ে বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে প্রতিবেশী এক যুবক। তার নাম প্রদ্যুত মাজি।

Updated By: Nov 15, 2016, 09:11 AM IST
বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে কিশোরীকে ধর্ষণ

ওয়েব ডেস্ক: বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। আবারও নারকীয় নির্যাতন। এবার ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার ভেকুডালে। অভিযোগ, সেই সময় ওই কিশোরীর বাড়িতে কেউ ছিল না। তারই সূযোগ নিয়ে বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে প্রতিবেশী এক যুবক। তার নাম প্রদ্যুত মাজি।

আরও পড়ুন  কোন টাকা তৈরি করতে কত টাকা খরচ হয় জানুন

ঘটনার জানাজানির পরই কিশোরীকে প্রথমে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া হাসপাতালে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হয় ওই কিশোরীর। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিতও করা হয়। এখনও অধরা অভিযুক্ত যুবক। তবে, পুলিস তার খোঁজ চালাচ্ছে।

আরও পড়ুন  রাজ্যের কোন জেলায় ATM-এর কী অবস্থা, জানুন

.