সিপিএম নিজেই খুঁজে নিল নিজেদের হারের কারণ!
যত দোষ জোট নয়। বিধানসভা ভোটে বিপর্যয়ের পিছনে রয়েছে আরও কারণ। রাজ্য কমিটির বৈঠকের আগে এমনই রিপোর্ট তৈরি করেছে সিপিএম।
ওয়েব ডেস্ক: যত দোষ জোট নয়। বিধানসভা ভোটে বিপর্যয়ের পিছনে রয়েছে আরও কারণ। রাজ্য কমিটির বৈঠকের আগে এমনই রিপোর্ট তৈরি করেছে সিপিএম।
কোথায় হল ভুল? পনেরোদিন ধরে সেই উত্তরই খুঁজছে সিপিএম। প্রথম মনে করা হয় জোটই হারের কারণ। কিন্তু, পলিটব্যুরোয় জোটের পক্ষেই জোরালো সওয়াল করেছে বঙ্গ ব্রিগেড। এগারো ও বারোই জুন বৈঠকে বসবে রাজ্য কমিটি। তার আগে তৈরি খসরা রিপোর্ট।
জোট: বিপর্যয়ের জন্য জোট কোনও কারণ নয়। সিপিএম মনে করছে জোট না হলে আরও খারাপ ফল হতে পারত।
সময়াভাব: জোট তৈরি হলেও সময় না থাকায় তা সর্বস্তরের মানুষের কাছে নিয়ে যাওয়া যায়নি। বিশেষ করে গ্রামবাংলায়।
প্রতীক বিভ্রাট: জোটের বার্তা স্পষ্ট না হওয়া ভোটাররা প্রতীক বিভ্রমে ভুগেছেন।
যৌথ প্রচার: জোট হওয়ার পরেও ভোটে যৌথ প্রচারে আড়ষ্টতা ছিল।
এ ছাড়াও সিপিএম নেতৃত্ব মনে করছে তৃণমূলের সঙ্গে RSS-এর গোপন আঁতাতের গভীরতা বুঝতেও ভুল হয়েছে।
এই খসড়া রিপোর্ট চূড়ান্ত হবে রাজ্য কমিটির বৈঠকে। তারপরেই তা পাঠিয়ে দেওয়া হলে কেন্দ্রীয় কমিটিতে।
এদিকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে বিধানসভা নির্বাচন নিয়ে রিপোর্ট দিয়েছেন অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গে ভোটের ফল কংগ্রেসের পক্ষে ভাল হয়েছে বলেই রিপোর্টে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।