ফের দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে, পণ্যবাহী গাড়ি ধাক্কা মারল বাইকে

কলকাতা শহরের প্রাণকেন্দ্রেই হোক অথবা জেলা কিংবা শহরতলি, দুর্ঘটনার কমার কোনও লক্ষণ নেই। ফের দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে। একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা মারল গিয়ে আরেকটি মোটরবাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক আরোহীর। ভাঙড়ের নলমুড়ি মোড়ের ঘটনা। দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা পণ্যবাহী গাড়িটিতে ভাঙচুর চালান আক্রোশে।

Updated By: Jan 30, 2017, 04:03 PM IST
ফের দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে, পণ্যবাহী গাড়ি ধাক্কা মারল বাইকে

ওয়েব ডেস্ক: কলকাতা শহরের প্রাণকেন্দ্রেই হোক অথবা জেলা কিংবা শহরতলি, দুর্ঘটনার কমার কোনও লক্ষণ নেই। ফের দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে। একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা মারল গিয়ে আরেকটি মোটরবাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক আরোহীর। ভাঙড়ের নলমুড়ি মোড়ের ঘটনা। দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা পণ্যবাহী গাড়িটিতে ভাঙচুর চালান আক্রোশে।

আরও পড়ুন ভাঙড়ের পর জমি বিতর্কে উত্তপ্ত বীরভূমের শিবপুর

শুধু তাই নয়, ভাঙচুরের পর রাস্তাও অবরোধ করেন তাঁরা। দুর্ঘটনাপ্রবণ এলাকায় বাম্পারের দাবিতে সরব হন অবরোধকারীরা। এরপরই খবর পেয়ে, দুর্ঘটনাস্থলে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শান্ত হয় জনতা। তবে, তাঁদের দাবি বাম্পারের।

আরও পড়ুন  মালদায় আক্রান্ত হলেন এক তৃণমূল সমর্থকের মা ও স্ত্রী

.