আলুর বীজে পচন ধরায় ধূপগুড়িতে পথ অবরোধ
আলুর বীজে পচন ধরায় জলপাইগুড়ির ধূপগুড়িতে পথ অবরোধ করলেন আলুচাষিরা। স্থানীয় এক দোকানদারের কাছ থেকে আলুর বীজ কিনেছিলেন এক কৃষক। অভিযোগ, সেই বীজ লাগানোর পর মাঠেই নষ্ট হয় সব চারা।
ওয়েব ডেস্ক : আলুর বীজে পচন ধরায় জলপাইগুড়ির ধূপগুড়িতে পথ অবরোধ করলেন আলুচাষিরা। স্থানীয় এক দোকানদারের কাছ থেকে আলুর বীজ কিনেছিলেন এক কৃষক। অভিযোগ, সেই বীজ লাগানোর পর মাঠেই নষ্ট হয় সব চারা।
আজ ওই কৃষক ক্ষতিপূরণের দাবিতে দোকানে যান। সঙ্গে ছিলেন অন্যান্য কৃষককেরাও। তবে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেন দোকানমালিক। শুরু হয় দুপক্ষের বচসা।
এরপর দোকানের সব বীজের বস্তা রাস্তায় ফেলে অবরোধ শুরু করে দেন তাঁরা। অবরুদ্ধ হয়ে পড়ে ধূপগুড়ি ও ফলাকাটার মধ্যে একত্রিশ নম্বর জাতীয় সড়কের একাংশ। এর জেরে ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিসের হস্তক্ষেপে অবরোধ ওঠে।