মাকে ছুরির কোপ, বাবাকে গুলি, বোমা মেরে মেয়ের বিয়ের গয়না লুঠ ডাকাতদের
মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট। বাধা দিতে আসায় মাকে ছুরির কোপ। এরপর মেয়ের বাবাকে গুলি। সবশেষে এলোপাথাড়ি বোমা। বোমায় ফের আহত মা। রবিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দীঘিতে এভাবেই নৃশংস হামলা চালালো ডাকাতেরা। লুঠ করা হয়েছে মেয়ের বিয়ের জন্য রাখা সমস্ত গয়না। এ ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পরিবার।
মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট। বাধা দিতে আসায় মাকে ছুরির কোপ। এরপর মেয়ের বাবাকে গুলি। সবশেষে এলোপাথাড়ি বোমা। বোমায় ফের আহত মা। রবিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দীঘিতে এভাবেই নৃশংস হামলা চালালো ডাকাতেরা। লুঠ করা হয়েছে মেয়ের বিয়ের জন্য রাখা সমস্ত গয়না। এ ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পরিবার।
রবিবার গভীর রাতে রায়দীঘির মুখার্জিচকে দীনবন্ধুর নস্করের বাড়িতে হানা দেয় একদল দুষ্কৃতী। গৃহকর্তার মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় দীনবন্ধু নষ্করের স্ত্রীকে ছুরি দিয়ে কোপায় ডাকাতরা। তাঁকে বাঁচাতে এসে ডাকাতদের গুলিতে গুরুতর আহত হন দীনবন্ধু নষ্কর নিজে। এরপরেও আতঙ্ক সৃষ্টির জন্য বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ছুরির কোপে আহত দীনবন্ধু নস্করের স্ত্রীর গায়ে লাগে বোমার টুকরো। গুলিবিদ্ধ গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চল্লিশ মিনিট ধরে চলা ভয়াবহ এই ডাকাতির ঘটনার সঙ্গে পরিচিত কেউ জড়িত , অভিযোগ নষ্কর পরিবারের। মেয়ের বিয়ের জন্য বাড়িতে সোনার গয়না রেখেছিলেন নষ্কর পরিবার। সব গয়না লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পরই এলাকার নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
ডাকাতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দু জনকে। বাকিদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।