ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা মেচেদায়

মেচেদার হাকোলা প্রাথমিক স্কুলের ৩৩ নম্বর বুথে দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর। রাজ্য পুলিস দিয়েই চলছে ভোটগ্রহণ। রয়েছেন মাত্র তিনজন মহিলা পুলিসকর্মী। তাঁরা জানাচ্ছেন, নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। ফোন নম্বর রয়েছে, কোনও সমস্যা হলে সেই নম্বরে ফোন করা যাবে বলে জনিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

Updated By: Nov 19, 2016, 10:33 AM IST
ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা মেচেদায়

ওয়েব ডেস্ক : মেচেদার হাকোলা প্রাথমিক স্কুলের ৩৩ নম্বর বুথে দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর। রাজ্য পুলিস দিয়েই চলছে ভোটগ্রহণ। রয়েছেন মাত্র তিনজন মহিলা পুলিসকর্মী। তাঁরা জানাচ্ছেন, নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। ফোন নম্বর রয়েছে, কোনও সমস্যা হলে সেই নম্বরে ফোন করা যাবে বলে জনিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

আরও পডুন- ভোটগ্রহণকে কেন্দ্র করে কোচবিহারের শীতলকুচিতে বিক্ষিপ্ত উত্তেজনা

মন্তেশ্বরে বিক্ষিপ্ত উত্তেজনা। ২৭৩ নম্বর বুথের বিজেপি এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। তাঁর নাম প্রবীর জড়। ২০৩ নম্বর মহিষডিঙি প্রাথমিক স্কুলেও বিজেপি এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

.