স্কুলছাত্র ব্ল্যাকমেলারকে হাতেনাতে ধরল CID

এ যেন একেবারে সিনেমা! ওত পেতে এক স্কুলছাত্র ব্ল্যাকমেলারকে হাতেনাতে ধরল CID। অভিযোগ, গত ৩১ ডিসেম্বর ডাক্তারকে হুমকি মেল পাঠিয়ে ৭ লক্ষ টাকা দাবি করে ক্লাস ইলেভেনের ছাত্র রুদ্র প্রতাপ সিনহা। হুমকি মেল পেয়েই ভবানী ভবনে সিআইডির সাইবার সেলে অভিযোগ জানান ওই ডাক্তারবাবু। গোয়েন্দাদের পরামর্শে ব্যাগ ভর্তি টাকা নিয়ে নির্দিষ্ট সময়ে পৌছে যান তিনি।

Updated By: Jan 3, 2017, 02:17 PM IST
স্কুলছাত্র ব্ল্যাকমেলারকে হাতেনাতে ধরল CID

ওয়েব ডেস্ক: এ যেন একেবারে সিনেমা! ওত পেতে এক স্কুলছাত্র ব্ল্যাকমেলারকে হাতেনাতে ধরল CID। অভিযোগ, গত ৩১ ডিসেম্বর ডাক্তারকে হুমকি মেল পাঠিয়ে ৭ লক্ষ টাকা দাবি করে ক্লাস ইলেভেনের ছাত্র রুদ্র প্রতাপ সিনহা। হুমকি মেল পেয়েই ভবানী ভবনে সিআইডির সাইবার সেলে অভিযোগ জানান ওই ডাক্তারবাবু। গোয়েন্দাদের পরামর্শে ব্যাগ ভর্তি টাকা নিয়ে নির্দিষ্ট সময়ে পৌছে যান তিনি।

আরও পড়ুন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঢুকে পড়লেন ওয়ার্নার

সাইবার হতে চেয়েছিল ক্লাস ইলেভেনের এক ছাত্র। ক্যাশ নিয়ে হাজির থাকতে বলেছিল  রিষড়ার দেওয়ানজি স্ট্রিটে। ব্যাগ ভর্তি টাকা নিয়ে। খবর পেয়েই ওত পাতে CID। টাকা নিয়ে নির্দিষ্ট জায়গায় হাজির হন ডাক্তারবাবু। আর তা নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার রুদ্রপ্রতাপ সিনহা। হুগলির রিষরার ঘটনা।

আরও পড়ুন এলাকা দখলের লড়াই-এ মালদায় গুলিবিদ্ধ হলেন অন্তঃসত্ত্বা

.