মগরাহাট কাণ্ডে সরিয়ে দেওয়া হল এসডিপিওকে
মগরাহাট কাণ্ডে সরানো হল ডায়মণ্ড হারবার মহকুমার এসডিপিও জয় টুডুকে। পুলিস মহল সূত্রে জানা গেছে, সম্ভবত তাঁকে ডিএসপি ট্রাফিকে বদলি করা হবে। এর আগেই সরানো হয় মগরাহাট থানার ওসিকে।
মগরাহাট কাণ্ডে সরানো হল ডায়মণ্ড হারবার মহকুমার এসডিপিও জয় টুডুকে। পুলিস মহল সূত্রে জানা গেছে, সম্ভবত তাঁকে ডিএসপি ট্রাফিকে বদলি করা হবে। এর আগেই সরানো হয় মগরাহাট থানার ওসিকে। এরপর এসডিপিওকে সরানোর ঘটনা যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গতকালই মগরাহাট কাণ্ডে ডিজির রিপোর্ট ও নোটে বয়ান বদল নিয়ে বিতর্ক তৈরি হয়। ঘটনার পরদিনই রাজ্য পুলিসের ডিজি নপরাজিত মুখার্জি যে রিপোর্ট দেন, তাতে মগরাহাটে উত্তেজনার জন্য দায়ি করা হয় গ্রামবাসীদের। কিন্তু তারপর দিন, রিপোর্ট না দিয়ে ডিজি মুখ্যমন্ত্রীকে যে নোট পাঠান তাতে দায়ি করা হয় সিপিআইএম এবং পিডিসিআইকে।