নিরুদ্দেশ প্রতিশ্রুতি, বেপাত্তা গণতন্ত্র, রাজ্য জুড়ে কি শুধুই দলতন্ত্রের রাজ?

দলতন্ত্র নয় গণতন্ত্র। প্রতিশ্রুতি ছিল তৃণমূল নেত্রীর। সরকারে তিন বছর কাটানোর পর সেই প্রতিশ্রুতি পালনের সদিচ্ছা কতটা? প্রকাশ্য সভায় বুক ঠুকে,তিনটি খুনের ঘোষণার পরেও, বিধায়ক মণিরুল ইসলামের টিকি ছোঁয়ার সাহস নেই পুলিসের। ধরাছোঁয়ার বাইরে পাড়ুই হত্যাকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল। বিরোধী দলের সমর্থকদের গুলি করতে বলেও, বহাল তবিয়তে বিধায়ক ঊষারানি মণ্ডল। একশোটা ছাপ্পা মেরে নির্বিঘ্নে জামিন পান বিধায়ক দীপালি সাহা।

Updated By: Jun 24, 2014, 06:20 PM IST

দলতন্ত্র নয় গণতন্ত্র। প্রতিশ্রুতি ছিল তৃণমূল নেত্রীর। সরকারে তিন বছর কাটানোর পর সেই প্রতিশ্রুতি পালনের সদিচ্ছা কতটা? প্রকাশ্য সভায় বুক ঠুকে,তিনটি খুনের ঘোষণার পরেও, বিধায়ক মণিরুল ইসলামের টিকি ছোঁয়ার সাহস নেই পুলিসের। ধরাছোঁয়ার বাইরে পাড়ুই হত্যাকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল। বিরোধী দলের সমর্থকদের গুলি করতে বলেও, বহাল তবিয়তে বিধায়ক ঊষারানি মণ্ডল। একশোটা ছাপ্পা মেরে নির্বিঘ্নে জামিন পান বিধায়ক দীপালি সাহা।

হাওড়ায় তোলাবাজের হুমকি ফোনে প্রাণ গিয়েছে হোটেল মালিকের। তোলাবাজ দীপক সাউ এলাকায় ঘুরছেন বুক ফুলিয়ে। বিএড-এ ভর্তি নিয়ে কল্যাণীর কলেজে দেদার অনিয়ম। অভিযুক্ত হয়েও মুক্ত ছাত্রনেতা তন্ময় আচার্য। কেন বিচারের বাণীর এমন করুণ দশা? ক্লিনচিট পাওয়া সব অভিযুক্তই তৃণমূলী। তাই হাত গুটিয়ে প্রশাসন? সাধারণ মানুষ বলছেন, দল যার, মুলুক তার।

.