দীপাবলির আগে সিঙ্গুরে আরও এক দফা জমি ফেরানো হল
দীপাবলির আগে সিঙ্গুরে আরেক দফা জমি বিলি। এবার বেড়াবেড়ি মৌজায় মোট বত্রিশ একর জমি, আঠেরো জন কৃষকের হাতে তুলে দেওয়া হল। জমি বিলি অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে প্রকল্প এলাকায় যান তিনি। সঙ্গে ছিলেন, জেলাশাসক, পুলিস সুপার, হরিপালের বিধায়ক বেচারাম মান্না সহ আরও অনেকে।
ওয়েব ডেস্ক : দীপাবলির আগে সিঙ্গুরে আরেক দফা জমি বিলি। এবার বেড়াবেড়ি মৌজায় মোট বত্রিশ একর জমি, আঠেরো জন কৃষকের হাতে তুলে দেওয়া হল। জমি বিলি অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে প্রকল্প এলাকায় যান তিনি। সঙ্গে ছিলেন, জেলাশাসক, পুলিস সুপার, হরিপালের বিধায়ক বেচারাম মান্না সহ আরও অনেকে।
আরও পড়়ুন- দীপাবলি উপলক্ষে চাঁদার জুলুম রাজ্যের উত্তর থেকে দক্ষিণে
অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণও করা হয় কৃষকদের মধ্যে। আগামী চৌঠা নভেম্বরের মধ্যেই যেন সমস্ত শেড ভেঙে, বালি সরিয়ে সব জমি চাষযোগ্য করে কৃষকদের তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনকে এই নির্দেশ দেন মন্ত্রী।