বাম কাউন্সিলরের জামিন নাকচ, বিক্ষোভকারীদের সরাতে হলদিয়ায় পুলিসের গুলি
বাম কাউন্সিলর শেখ মুজফফরের জামিন নাকচকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় হলদিয়া মহকুমা আদালত চত্বর।
বাম কাউন্সিলর শেখ মুজফফরের জামিন নাকচকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় হলদিয়া মহকুমা আদালত চত্বর। আদালত চত্বরে বিক্ষোভ দেখান শেখ মুজফফরের সমর্থকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিস। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেল। বিক্ষোভকারীদের উপর লাঠিও চালায় পুলিস। রবিবার রাত থেকেই বাম নেতার গ্রেফতারের জেরে ক্ষোভ ছড়িয়েছিল জেলাজুড়ে। এরপর সকালে শেখ মুজফফরকে তমলুক জেলা হাসপাতাল থেকে আদালতে নিয়ে আসা হয়। বিকেল ৩টে নাগাদ তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। সিপিআইএমের অভিযোগ, এরপরই বিক্ষোভ মিছিলে সামিল হওয়া সমর্থকদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালায় পুলিস। পুলিসের এলোপাথাড়ি লাঠির ঘায়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। চোরাই মাল রাখার দায়ে রবিবারই শেখ মুজফফরকে গ্রেফতার করে জেলা পুলিস। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ফাঁসানো হয়েছে বলে অভিযোগ শেখ মুজফফরের।