ভোটের আগে বামেদের মহামিছিলে সরগরম শিলিগুড়ি

পায়ে পায়ে প্রচার। ভোটের আগে বামেদের মহামিছিল ঘিরে সরগরম শিলিগুড়ি। অশোক ভট্টাচার্যের সমর্থনে পথে নামলেন সূর্যকান্ত মিশ্র, প্রদীপ ভট্টাচার্য, মানস ভুঁইঞারা। একসঙ্গে, একজোটে।  

Updated By: Apr 15, 2016, 07:39 PM IST
ভোটের আগে বামেদের মহামিছিলে সরগরম শিলিগুড়ি

ওয়েব ডেস্ক: পায়ে পায়ে প্রচার। ভোটের আগে বামেদের মহামিছিল ঘিরে সরগরম শিলিগুড়ি। অশোক ভট্টাচার্যের সমর্থনে পথে নামলেন সূর্যকান্ত মিশ্র, প্রদীপ ভট্টাচার্য, মানস ভুঁইঞারা। একসঙ্গে, একজোটে।  

সকাল থেকেই লাল পতাকার ভিড় জমতে শুরু করেছিল, বাঘাযতীন পার্কের আশেপাশে। লালের ভিড়ে উকিঝুঁকি মারছিল হাতের তেরঙ্গা পতাকাও। মিছিল যখন শুরু হয়, তখন তা অন্যরূপ নেয়। যত এগিয়েছে মহামিছিল, তত বেড়েছে ভিড়।

কংগ্রেসকে কীভাবে সঙ্গে নিয়ে চলতে হয়, প্রথম তার পথ দেখিয়েছিল শিলিগুড়ি। সেদিন থেকেই বাংলার রাজনীতিতে উঠে আসে বাম-কংগ্রেস জোট তত্ত্ব। তাই বিধানসভা ভোটে এখানে জোটের ছবি, এবারেও জমজমাট। মিছিলে পা মেলান আদিবাসীরাও। তাঁদেরই পোশাকে। যুবকদের দাবি ছিল চাকরির। মহিলাদের গলায় নিরাপত্তার স্লোগান। আর একদল যুবক এসেছিলেন, মহামিছিলকে সম্ভবত বিজয় মিছিল ভেবে। দুঘণ্টার মিছিল যখন শেষ হল, তখনও যেন তার রেশ কাটেনি।

.