শিলিগুড়ি পুরসভা নিয়ে জট কাটাতে পুরমন্ত্রীর সঙ্গে বৈঠক মেয়র অশোক ভট্টাচার্যের
শিলিগুড়ি পুরসভার সমস্যা নিয়ে ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন মেয়র অশোক ভট্টাচার্য। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা, অনুদান, অস্থায়ী কর্মীদের বেতন রাজ্য আটকে রেখেছে বলে অভিযোগ শিলিগুড়ির পুরসভার মেয়রের। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই তিনি সরকারের শীর্ষস্তরের সঙ্গে কথা বলতে চাইছিলেন।
ওয়েব ডেস্ক : শিলিগুড়ি পুরসভার সমস্যা নিয়ে ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন মেয়র অশোক ভট্টাচার্য। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা, অনুদান, অস্থায়ী কর্মীদের বেতন রাজ্য আটকে রেখেছে বলে অভিযোগ শিলিগুড়ির পুরসভার মেয়রের। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই তিনি সরকারের শীর্ষস্তরের সঙ্গে কথা বলতে চাইছিলেন।
আরও পড়ুন- আলিপুরদুয়ারের কাছে লাইনচ্যুত হল আপ ক্যাপিটাল এক্সপ্রেস, মৃত ২
আজ মূলত পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগেই পুর-নগরোন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয় তাঁর। বৈঠকে অশোক ভট্টাচার্যের সঙ্গে ছিলেন সিপিএম-এর বিধায়ক সুজন চক্রবর্তীও। বৈঠকে ফলপ্রসু হয়েছে বলে দাবি অশোক ভট্টাচার্যের। এই বৈঠকের পর জট কাটবে বলেই আশা শিলিগুড়ির মেয়রের।