কাঁকসায় কঙ্কাল উদ্ধার

মেদিনীপুরের পর এবার কঙ্কাল উদ্ধার হল বর্ধমানের কাঁকসায়, অজয় নদের চরে। মাটির নীচ থেকে উদ্ধার হয়েছে এগারোটি হাড়। মিলেছে জামাকাপড়ও। কাঁকসার সিপিআইএম নেতৃত্বের দাবি, হাড়গোড়গুলি দুবারাজপুরের সিপিআইএম লোকাল কমিটির সদস্য সুনীল হেমব্রমের।

Updated By: Sep 30, 2011, 02:18 PM IST

মেদিনীপুরের পর এবার কঙ্কাল উদ্ধার হল বর্ধমানের কাঁকসায়, অজয় নদের চরে। মাটির নীচ থেকে উদ্ধার হয়েছে এগারোটি হাড়। মিলেছে জামাকাপড়ও। কাঁকসার সিপিআইএম নেতৃত্বের দাবি, হাড়গোড়গুলি দুবারাজপুরের সিপিআইএম লোকাল কমিটির সদস্য সুনীল হেমব্রমের। দুহাজার দশ সালের একুশে জানুয়ারি সুনীলবাবুকে বাড়ির সামনেই গুলি করে দুষ্কৃতীরা। তারপর গুলিবিদ্ধ অবস্থাতেই তাঁকে তুলে নিয়ে যায় তারা। আজ উদ্ধার হওয়া জামাকাপড় দেখে হাড়গোড়গুলি সুনীলবাবুর বলে সনাক্ত করেছেন তাঁর স্ত্রী।

.