স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারের অভাব, দায়িত্বপ্রাপ্ত চিকিত্সক ব্যস্ত প্রাইভেট প্র্যাকটিসে, ক্ষোভ রোগীদের

ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর অপেক্ষায় থিকথিকে ভিড় রোগীদের। অথচ দায়িত্বপ্রাপ্ত চিকিত্সক তখন  হাসপাতালের কোয়ার্টারে । শেষ পর্যন্ত রোগীর আত্মীয়দের চাপে পড়ে ফের হাসপাতালে গিয়ে রোগী দেখতে বাধ্য হলেন ওই চিকিত্সক। ঘটনা ঘিরে  ধুন্ধুমার কাণ্ড বেধে যায় উত্তর দিনাজপুরের চাকুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

Updated By: Mar 29, 2015, 10:53 PM IST
 স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারের অভাব, দায়িত্বপ্রাপ্ত চিকিত্সক ব্যস্ত প্রাইভেট প্র্যাকটিসে, ক্ষোভ রোগীদের

ওয়েব ডেস্ক: ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর অপেক্ষায় থিকথিকে ভিড় রোগীদের। অথচ দায়িত্বপ্রাপ্ত চিকিত্সক তখন  হাসপাতালের কোয়ার্টারে । শেষ পর্যন্ত রোগীর আত্মীয়দের চাপে পড়ে ফের হাসপাতালে গিয়ে রোগী দেখতে বাধ্য হলেন ওই চিকিত্সক। ঘটনা ঘিরে  ধুন্ধুমার কাণ্ড বেধে যায় উত্তর দিনাজপুরের চাকুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

রবিবার সকালে এক  নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন চাকুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের রোগী ও তাঁদের আত্মীয়রা। স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা চিকিত্সক জুলফিকার আলি মির্জাকে তাঁরে কোয়ার্টারের সামনে ঘিরে ধরেন রোগীর আত্মীয়রা। বেশ কিছুক্ষণ  তরজার পর শেষ পর্যন্ত ফের হাসপাতালে গিয়ে রোগী দেখতে শুরু করেন ওই চিকিত্সক।

কিন্তু হঠাত কেন এই বিক্ষোভ? অভিযোগ,  দায়িত্বে থাকলেও তিনি প্রায়ই রোগী দেখতে অস্বীকার করেন। প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।  যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক ।

 স্বাস্থ্যকেন্দ্রে বাড়ছে রোগীর চাপ। অথচ চিকিত্‍সকের সংখ্যা পর্যাপ্ত নয়। তারই মধ্যে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ। সব মিলিয়ে  গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা ঘিরে ক্ষোভ বাড়ছে রোগীদের।

 

.