চাষিদের সমস্যা দূর করতে সাড়ে ৫টাকা দরে আলু কেনার সিদ্ধান্ত রাজ্যের

চাষিদের পাশে দাঁড়াতে সাড়ে পাঁচ টাকা কেজি দরে আলু কিনবে রাজ্য সরকার। আজ সিঙ্গুরের একটি হিমঘরে আচমকা পরিদর্শনে গিয়ে একথা জানান কৃষি বিপননমন্ত্রী অরূপ রায়।

Updated By: Mar 14, 2015, 08:57 PM IST
চাষিদের সমস্যা দূর করতে সাড়ে ৫টাকা দরে আলু কেনার সিদ্ধান্ত রাজ্যের

ব্যুরো: চাষিদের পাশে দাঁড়াতে সাড়ে পাঁচ টাকা কেজি দরে আলু কিনবে রাজ্য সরকার। আজ সিঙ্গুরের একটি হিমঘরে আচমকা পরিদর্শনে গিয়ে একথা জানান কৃষি বিপননমন্ত্রী অরূপ রায়।

হাইকোর্টের তিরস্কারের পরেও রাজ্যের আলু-সঙ্কট সেই তিমিরেই।  হিমঘরে আলু রাখার সুযোগই পাচ্ছেন না চাষিরা। বাজারে আলুর দামও পাচ্ছে না তাঁরা। হুগলি থেকে কোচবিহার, সর্বত্র মাঠেই পড়ে পচছে আলু।  

আলু রাখার সুযোগ না পেয়ে শনিবার  উত্তর চব্বিশ পরগনার আমডাঙায় হিমঘরের সামনে বিক্ষোভ দেখান চাষিরা।
 
আলুর বন্ড না পেয়ে কোচবিহারের দেওয়ানহাটে হিমঘর কর্মীদের সঙ্গে চাষিরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দীর্ঘক্ষণ কোচবিহার-দিনহাটা সড়ক অবরোধও করেন তারা।

পরিস্থিতি সামাল দিতে শনিবার  আচমকা হিমঘর পরিদর্শনে যান কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়। চাষিদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

মন্ত্রীর আশ্বাসের পরেও বাস্তব পরিস্থিতি বদলাবে কি?আলুচাষিদের নজর এখন সেদিকেই।

 

.