অবরোধ না তুললে আলোচনা না, মোর্চাকে কড়া বার্তা রাজ্যের
মোর্চাকে ফের কড়া বার্তা দিল রাজ্য সরকার। বনধ-অবরোধ না তুললে মোর্চার সঙ্গে কোনও আলোচনা নয়। জানিয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। গৌতম দেবের হুঁশিয়ারি, দার্জিলিং পাহাড়ের আন্দোলন তরাই-ডুয়ার্স বা সমতলে ছড়ালে, কড়া হাতে তা দমন করবে রাজ্য। সরকারের কড়া অবস্থানের মুখে এখনও নমনীয় নয় মোর্চা। আপাতত বনধ প্রত্যাহার নয় বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।
মোর্চাকে ফের কড়া বার্তা দিল রাজ্য সরকার। বনধ-অবরোধ না তুললে মোর্চার সঙ্গে কোনও আলোচনা নয়। জানিয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। গৌতম দেবের হুঁশিয়ারি, দার্জিলিং পাহাড়ের আন্দোলন তরাই-ডুয়ার্স বা সমতলে ছড়ালে, কড়া হাতে তা দমন করবে রাজ্য। সরকারের কড়া অবস্থানের মুখে এখনও নমনীয় নয় মোর্চা। আপাতত বনধ প্রত্যাহার নয় বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।
বুধবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রসচিব বাসুদেব চট্টোপাধ্যায়। এরপরই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হুঁশিয়ারি, তরাই-ডুয়ার্স বা সমতলে মোর্চার আন্দোলন ছড়ালে কড়া হাতে তা দমন করবে সরকার।
মোর্চা যে তাঁদের অবস্থানে অনড়, বুধবার তা ফের স্পষ্ট করে দিয়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুং।
পাহাড়ে উত্তাপ এখনও কোনও অংশেই কমেনি। বুধবারও পাহাড়ের নানা অংশে বিক্ষোভ দেখায় বনধ সমর্থকরা। বিমল গুরুংদের যে এক ইঞ্চি জমি ছাড়া হবে না, বুধবার মোর্চার দুই কর্মীকে গ্রেফতার করে ফের তা বুঝিয়ে দিল রাজ্য সরকার। দলীয় কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে দার্জিলিং থানায় বিক্ষোভ দেখান মোর্চা কর্মীরা।