সিপিআইএম নেতার খুনের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার কেশিয়ারি বন্ধ
পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে দুষ্কৃতীদের হাতে সিপিআইএম নেতার খুনের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে স্থানায় সিপিআইএম নেতৃত্ব। রবিবার সকালে দুষ্কৃতীদের হাতে নিহত হন দীপা গ্রামের সিপিআইএমের শাখা সম্পাদক বিমল সেনাপতি।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে দুষ্কৃতীদের হাতে সিপিআইএম নেতার খুনের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে স্থানায় সিপিআইএম নেতৃত্ব। রবিবার সকালে দুষ্কৃতীদের হাতে নিহত হন দীপা গ্রামের সিপিআইএমের শাখা সম্পাদক বিমল সেনাপতি। মাঠে চাষের কাজ করার সময় তাঁর ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। খবর পেয়ে ছুটে আসেন বিমল সেনাপতির পরিবারের সদস্যরা। ঘটনাস্থল থেকে কিছু দূরে ওই সিপিআইএম নেতাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কেশিয়ারি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি বেশ কয়েকজন অভিযুক্তের নাম বলেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিআইএমের স্থানীয় নেতারা। শুক্রবারই ওই এলাকায় একশো দিনের প্রকল্পে মাটি কাটার কাজ নিয়ে তৃণমূল-সিপিআইএমের সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনার জেরেই তৃণমূল কংগ্রেস এই হামলা চালিয়েছে বলে সিপিআইএমের অভিযোগ।