নদিয়ার শান্তিপুরে শিক্ষাক্ষেত্রের তাণ্ডবের ঘটনা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেল!

শিক্ষাক্ষেত্রে বহু তাণ্ডবের সাক্ষী এরাজ্য। কিন্তু, নদিয়ার শান্তিপুরের ঘটনা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেল। গভর্নিং বডির নির্বাচন থেকে দূরে রাখতে অধ্যাপকদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দিল কুড়িজন যুবক। টিচার্স রুমে ঢুকে অধ্যাপককে পেটায় তারা।  কলেজ চত্বরেই বহিরাগত যুবকদের হাতে প্রহৃত হন অঙ্কের অধ্যাপক অমরজিত্‍ কুণ্ডু।

Updated By: Aug 30, 2016, 01:41 PM IST
 নদিয়ার শান্তিপুরে শিক্ষাক্ষেত্রের তাণ্ডবের ঘটনা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেল!

ওয়েব ডেস্ক: শিক্ষাক্ষেত্রে বহু তাণ্ডবের সাক্ষী এরাজ্য। কিন্তু, নদিয়ার শান্তিপুরের ঘটনা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেল। গভর্নিং বডির নির্বাচন থেকে দূরে রাখতে অধ্যাপকদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দিল কুড়িজন যুবক। টিচার্স রুমে ঢুকে অধ্যাপককে পেটায় তারা।  কলেজ চত্বরেই বহিরাগত যুবকদের হাতে প্রহৃত হন অঙ্কের অধ্যাপক অমরজিত্‍ কুণ্ডু।

আরও পড়ুন জেনেই হোক অথবা না জেনেই, নীল আলো শহরে বসানোর জন্য ধন্যবাদ দিতে চাই মুখ্যমন্ত্রীকে

দিনকয়েকের মধ্যেই কলেজের গর্ভনিং বডির নির্বাচন। অমরজিত্বা বু অভিযোগ, তিনি যাতে কোনওমতেই ভোটে অংশ নিতে না পারেন সেজন্য তাঁর মাথায় রীতিমতো আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে শাসানি দেয় ওই যুবকরা। যদিও,যুবকদের পরিচয় নিয়ে মুখ খুলতে চাননি তিনি।

আরও পড়ুন  শ্রী লেখা এবং আঁকা

.