টুকলিতে বাধা, কলেজের মধ্যেই হাতবোমা ফাটিয়ে চম্পট পরীক্ষার্থীরা

শিক্ষাঙ্গনে দৌরাত্ম্যের বেনজির নিদর্শন। পরীক্ষা দেওয়ার সময় টুকলিতে বাধা। বাদ সাধছিল পরীক্ষা হলের কড়া গার্ড। তাই কলেজের মধ্যেই হাতবোমা ফাটিয়ে চম্পট দিল পরীক্ষার্থীরা। বিকম পার্ট টু পাসের পরীক্ষা চলাচালীনই ভৈরবগাঙ্গুলি কলেজে এই ঘটনা ঘটায় কিছু পরীক্ষার্থী। আজও পরীক্ষা রয়েছে কলেজে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।

Updated By: Jul 1, 2016, 08:51 AM IST
টুকলিতে বাধা, কলেজের মধ্যেই হাতবোমা ফাটিয়ে চম্পট পরীক্ষার্থীরা

ওয়েব ডেস্ক: শিক্ষাঙ্গনে দৌরাত্ম্যের বেনজির নিদর্শন। পরীক্ষা দেওয়ার সময় টুকলিতে বাধা। বাদ সাধছিল পরীক্ষা হলের কড়া গার্ড। তাই কলেজের মধ্যেই হাতবোমা ফাটিয়ে চম্পট দিল পরীক্ষার্থীরা। বিকম পার্ট টু পাসের পরীক্ষা চলাচালীনই ভৈরবগাঙ্গুলি কলেজে এই ঘটনা ঘটায় কিছু পরীক্ষার্থী। আজও পরীক্ষা রয়েছে কলেজে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।

আরও পড়ুন সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে শিক্ষকদের বদলির নিয়ম চালু করার পরিকল্পনা সরকারের

কলেজের মধ্যেই টুকলিতে বাধা। তারই শোধ নিতে কলেজের জেন্টস টয়লেটে বোমা ফাটিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার বেলা আড়াইটা নাগাদ বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের জেন্টস টয়লেটে বোমা ফাটে। তখন দ্বিতীয়ার্ধের পরীক্ষা চলছে। ঘটনার পরই পরীক্ষাকেন্দ্রে ঘটনার পরেই হুলস্থূল পড়ে যায়। উদ্ধার হয় আরও দুটি বোমা। বিশ্ববিদ্যালয়ের তরফে আসে পরীক্ষা নিয়ামক। পুলিস এসে প্রাথমিকভাবে মনে করে চকোলেট বোম। পরে বোঝা যায় সেগুলি হাতবোমা।

আরও পড়ুন সাইকেল-জুতো বিলির পর এ বার প্রাইমারি স্কুলে দোলনা দেবে সরকার

গত কয়েকদিন ধরে বি কম পাসকোর্সের পরীক্ষা চলছে বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজে। সিট পড়েছে বারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ ও পলতার পিএন দাস কলেজের ছাত্রছাত্রীদের। কড়া গার্ড দেওয়ার প্রতিবাদে পরীক্ষার্থীরা গত কয়েকদিন ধরেই সরব ছিলেন। কিন্তু তা বলে পরীক্ষার মধ্যে বোমা ফাটবে, এমনটা কেউ ভাবতেও পারেননি। বিস্ফোরণের পরেই কলেজে ঢোকে পুলিস। বোমা উদ্ধারের পর কলেজ জুড়ে তল্লাসি চালানো হয়। ভৈরব গাঙ্গুলি কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

.