ডুবতে থাকা বন্ধুকে না বাঁচিয়ে, তার ডুবে যাওয়া ক্যামেরাবন্দি করল বাকি বন্ধুরা

পিকনিক করতে গিয়ে বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে নেমেছিলেন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র পার্থ দত্ত। নেহাতই মজা করে চ্যালেঞ্জের ভঙ্গিতে মাঝ নদীতে চলে যান। গোটা ঘটনা পাড়ে দাঁড়িয়ে মোবাইলে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন বাকিরা। ডুবে যাচ্ছে বুঝতে পেরে হাত নেড়ে বন্ধুদের জানানোর চেষ্টা করেন পার্থ। কিন্তু তখনও বন্ধুরা ভাবে মজা করছেন পার্থ। তাঁকে বাঁচানোর কোনও চেষ্টাই করেনি কেউ। শেষ পর্যন্ত ডুবে যান পার্থ দত্ত। দুর্ঘটনাটি ঘটেছে গলসির শিল্লাঘাটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেআইনি বালি খাদানের জন্যই এই দুর্ঘটনা। কর্তব্যরত পুলিসকর্মীরা মদ্যপ থাকায় কেউ সাহায্যে এগিয়ে আসেনি বলেও অভিযোগ উঠেছে। ছাত্রের বাড়ি গলসির গোপালপুরে।

Updated By: Jan 15, 2016, 10:19 PM IST
ডুবতে থাকা বন্ধুকে না বাঁচিয়ে, তার ডুবে যাওয়া ক্যামেরাবন্দি করল বাকি বন্ধুরা

ওয়েব ডেস্ক: পিকনিক করতে গিয়ে বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে নেমেছিলেন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র পার্থ দত্ত। নেহাতই মজা করে চ্যালেঞ্জের ভঙ্গিতে মাঝ নদীতে চলে যান। গোটা ঘটনা পাড়ে দাঁড়িয়ে মোবাইলে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন বাকিরা। ডুবে যাচ্ছে বুঝতে পেরে হাত নেড়ে বন্ধুদের জানানোর চেষ্টা করেন পার্থ। কিন্তু তখনও বন্ধুরা ভাবে মজা করছেন পার্থ। তাঁকে বাঁচানোর কোনও চেষ্টাই করেনি কেউ। শেষ পর্যন্ত ডুবে যান পার্থ দত্ত। দুর্ঘটনাটি ঘটেছে গলসির শিল্লাঘাটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেআইনি বালি খাদানের জন্যই এই দুর্ঘটনা। কর্তব্যরত পুলিসকর্মীরা মদ্যপ থাকায় কেউ সাহায্যে এগিয়ে আসেনি বলেও অভিযোগ উঠেছে। ছাত্রের বাড়ি গলসির গোপালপুরে।

.