টুকতে বাধা, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা শেষ হতেই স্কুলে হামলা পরীক্ষার্থীদের
শিক্ষকরা টুকতে দেননি। তার প্রতিবাদে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা শেষ হতেই স্কুলে ভাঙচুর চালাল একদল পরীক্ষার্থী। বনগাঁর কালিতলা হাইস্কুলে আজ এই ঘটনা ঘটে। বিভিন্ন জেলা থেকেও মিলেছে টুকলির খবর। সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। পরীক্ষা শেষ হতেই অশান্ত হয়ে ওঠে বনগাঁর কালিতলা হাইস্কুল। টুকতে দেওয়া হয়নি, এই কারণ দেখিয়ে স্কুলে ভাঙচুর শুরু করে দেয় পরীক্ষার্থীরা। ক্লাসরুমের বেঞ্চ থেকে বাথরুমের দরজা, ক্ষুব্ধ পরীক্ষার্থীদের রোষ থেকে কিছুই রক্ষা পায়নি।
শিক্ষকরা টুকতে দেননি। তার প্রতিবাদে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা শেষ হতেই স্কুলে ভাঙচুর চালাল একদল পরীক্ষার্থী। বনগাঁর কালিতলা হাইস্কুলে আজ এই ঘটনা ঘটে। বিভিন্ন জেলা থেকেও মিলেছে টুকলির খবর। সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। পরীক্ষা শেষ হতেই অশান্ত হয়ে ওঠে বনগাঁর কালিতলা হাইস্কুল। টুকতে দেওয়া হয়নি, এই কারণ দেখিয়ে স্কুলে ভাঙচুর শুরু করে দেয় পরীক্ষার্থীরা। ক্লাসরুমের বেঞ্চ থেকে বাথরুমের দরজা, ক্ষুব্ধ পরীক্ষার্থীদের রোষ থেকে কিছুই রক্ষা পায়নি।
মালদার রতুয়ায় দেবীপুর আরএম সাহা হাইস্কুল। পরীক্ষা শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই টুকলি সরবরাহের জন্য হাজির হয়ে যান স্থানীয় যুবকরা। শেষ পর্যন্ত পুলিসের তাড়া খেয়ে স্কুলচত্বর ছাড়েন তাঁরা।
উত্তর দিনাজপুরের ইটাহার হাইস্কুলেও দেখা গিয়েছে একই দৃশ্য। পুলিস থাকা সত্ত্বেও, দুঃসাহসে ভাঁটা পড়েনি এই সব যুবকদের। বাইরে থেকে পরীক্ষার হলে টুকলি সরবরাহের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন এঁরা।