ফের জেল হেফাজতে সুশান্ত ঘোষ

গড়বেতা কঙ্কাল কাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল মেদিনীপুর আদালত।

Updated By: Oct 31, 2011, 06:30 PM IST

গড়বেতা কঙ্কাল কাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল মেদিনীপুর আদালত। ওই মামলায় ধৃত সুশান্ত ঘোষ, বিমান ঘোষ, গুণধর রানা, দেবাশিস পাইন এবং কিরীটি রায়ের তরফে জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু সোমবার সেই আবেদন খারিজ করে দেন বিচারক। এদিন  বিচারকের কাছে সিআইডির চার্জশিটের কপি হাতে না পাওয়ার অভিযোগ করেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। গত ১১ অগাস্ট এই  মামলায় সুশান্ত ঘোষকে গ্রেফতার করে সিআইডি। বেনাচাপরা গ্রামে কঙ্কাল উদ্ধারের ঘটনায় সুশান্ত ঘোষ সহ মোট আটান্ন জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। চার্জশিটে সুশান্ত ঘোষ ছাড়াও তাঁর ভাই প্রশান্ত ঘোষ, শঙ্কর সাউ সহ আরও অনেকের নাম রয়েছে। ওই মামলায় এ পর্যন্ত মোট ষোলোজনকে গ্রেফতার করেছে সিআইডি। অভিযুক্ত বাকি ৪২ জন এখনও ফেরার।

.